মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাটারা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ভাটারা ইউনিয়ন বিট পুলিশি কমিটি সূত্রে জানা গেছে, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার।
আরো বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লি প্রমুখ।
ওসি চাঁদ মিয়া বলেন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :