Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে আগুনে পুড়ল ১১ ব্যবসা প্রতিষ্ঠান


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২০, ২০২৫, ১২:৩৮ পিএম চাঁদপুরে আগুনে পুড়ল ১১ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর সদরের বহরিয়া বাজারে আগুনে পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। রবিবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, প্রথমে এক সিএনজিচালক বাজারে আগুন দেখতে পান। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
এ সময় মাইকিং করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরই মধ্যে আগুনে খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক ও ব্যাটারির দোকান, টেইলার্সসহ প্রায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। 
চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরানবাজার ও ফরিদগঞ্জ থেকে ছুটে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে। 

Side banner