“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিপাদ্যের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সামাজিক জনসচেতনতা ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে নবাবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী ও উপজেলা সমবায় অফিসার মোঃ নাসিমুল হক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষিত যুব সমাজই একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত করতে যুব সমাজকে কাজে লাগানোর জন্য সারা বাংলাদেশে যুবকদের নিয়ে ঘন ঘন প্রশিক্ষণের মাধ্যমে কর্মশালার আয়োজন করছেন। এই কর্মশালা মাধ্যমে আজকের যুব সমাজ প্রশিক্ষিত হয়ে দেশ ও দশের কাজে লাগবে।
আপনার মতামত লিখুন :