Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৫, ২০২৫, ০৯:৩৮ এএম নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক

নোয়াখালীর বেগমগঞ্জে মেলায় বেড়াতে যাওয়া অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় তুলে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী মো. শাকিবকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।
নিহত লাকী বেগম (১৯) বেগমগঞ্জ উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে। আটক মো. শাকিব সদর উপজেলার মান্নান নগর বেদে পল্লী পাড়ার মঙ্গলের ছেলে।
নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে শাকিবের সঙ্গে পারিবারিকভাবে লাকীর বিয়ে হয়। লাকী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ১৫ দিন আগে তিনি স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার তুচ্ছ ঘটনা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল।
শেফালী বেগম বলেন, সোমবার সন্ধ্যায় লাকী স্বামী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে একলাশপুর ইউনিয়নের মহিন উদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যান। সেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে নাগরদোলায় ওঠেন। সেখানেই শাকিব ছুরিকাঘাত করে লাকীকে হত্যা করেন।
পুলিশ জানায়, ছুরিকাঘাতে লাকী গুরুতর আহত হন। এরপর লাকীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে শাকিবকে আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামী থানায় আছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Side banner