Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | শাহিন নুরী  এপ্রিল ১৪, ২০২৫, ০৬:২৪ পিএম গাইবান্ধায় বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এসো হে বৈশাখ এসো এসো ব্যানারে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে  জেলা প্রশাসন  সোমবার নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সমাবেশ, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণ উদযাপন, কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন এবং স্বাধীনতা প্রাঙ্গণে দুইদিন ব্যাপী বৈশাখী মেলার ও আয়োজন করেন। 
বর্ষবরণ ১৪৩২  ইংরেজি ২০২৫ ইং সনের ১৪ এপ্রিল বাংলার  নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে সকালে স্থানীয় পৌরপার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদেরও নিজস্ব ব্যানারে জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মিলিত হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ করে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়  অংশ নেন গাইবান্ধার জেলা প্রশাসক  পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ, গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা স্থানীয় সরকারের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলার প্রশাসক ও নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। 
এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন গাইবান্ধা জেলার বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী। 
উল্লেখ্য বিএনপির মাহমুদুন্নবী টিটুল, বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশ জামাত ইসলামের গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মী, এনসিপির গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মী,  শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আনন্দ শোভাযাত্রা শেষে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে গাইবান্ধার সাংস্কৃতিক  অফিসারের তত্ত্বাবধানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে জাতীয় সংগীত ও বাংলা বর্ষবরণের এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশন করা হয়। 
পরে বর্ষবরণ উপলক্ষে স্থানীয় শিল্পী ও স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে গাইবান্ধার জেলা প্রশাসক পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ মেধা তালিকায় ক্যাটাগরিতে বৈশাখ উপলক্ষে বিভিন্ন ইভেন্টের অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন। 
পুরস্কার বিতরণ শেষে জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ সকালের প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। বিকেলের পর্বে সবাইকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানান।

Side banner