গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল ৭টা থেকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের পৌর পার্কে জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ, এসো এসো” গানের মধ্যে দিনে পাহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী, ঘুঙুর নৃত্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নাচ, আবৃত্তি পরিবেশন করে। সেই সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
পরে গোপালগঞ্জ পৌর পার্ক থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান সহ জেলার সর্বস্থরের মানুষ উপস্থিতি ছিলেন।
আপনার মতামত লিখুন :