Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাঞ্ছারামপুরে বৈশাখ বরণের আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত এপ্রিল ১৪, ২০২৫, ০৪:০০ পিএম বাঞ্ছারামপুরে বৈশাখ বরণের আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা, যেখানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকমী ও বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে হাতে নানা রঙের ব্যানার, পটচিত্র, মুখোশ ও পাঞ্জার ঝাঁপি নিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটান। শোভাযাত্রার অগ্রভাগে ‘এসো হে বৈশাখ’ লেখা ঝাঁপি হাতে নিয়ে বসেছিলেন কয়েকজন শিক্ষার্থী, যা সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মিলনমেলার প্রতীক। এই আয়োজন আমাদের জাতীয় পরিচয় ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে বৈশাখী উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
এ আয়োজন স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। পহেলা বৈশাখের এমন আয়োজনে উপজেলার মানুষ মেতে উঠে উৎসবের আনন্দে।

Side banner