Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লংগদুতে নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সুচনা 


দৈনিক পরিবার | বিপ্লব ইসলাম এপ্রিল ১৩, ২০২৫, ০৪:৫৯ পিএম লংগদুতে নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সুচনা 

গঙ্গা দেবীর আরাধনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে রাংগামাটির লংগদুতে শুরু হয়েছে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে পাহাড়ের মানুষ।
ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু, মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই এবং চাকমা জনগোষ্ঠীর বিজু, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৈসাবি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠি সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭ টায় কাপ্তাই লেকের শাখা লংগদু সদর ইউনিয়নের মানিকজোড় ছড়ার ঝর্না টিলা এলাকার মাইনী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে মানিকজোড় ছড়া ও বাইট্টা পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানাতে জড়ো হয় এই অঞ্চলের চাকমা সম্প্রদায়ের তরুণ তরুনীরা। এসময় নদীর প্রান্ত আনন্দময় উৎসবে ভরে উঠে। নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এ দিনে মূল উৎসবের সূচনা করেন।
ফুল ভাসানো অনুষ্ঠানে দিপন বিকাশ চাকমা (বিটু)’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এম এন লারমা গ্রুপের উপজেলা সদস্য,সুমন চাকমা,লংগদু সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য আরতি তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সকালে ফুল ভাসাতে আসা তরুণী প্রনয়া চাকমা বলেন, বিজু উৎসব হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা দিন। পুরো বছরটা যেন ভালোভাবে থাকতে পারি এজন্য সকলে একত্রিত হয়ে নদীতে ফুল ভাসিয়ে জল দেবতার কাছে প্রার্থনা করি।
এ-সময় ফুল ভাসিয়ে দিয়ে আবেগাপ্লুত হয়ে কেয়া মনি চাকমা বলেন,পুরাতন বছরের সমস্ত পাপ, গ্লানি, দুঃখ ভূলে গিয়ে নববর্ষে সকল প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি মঙ্গল কামনায় ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয়।

Side banner