Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
জরিমানা ১ লাখ ৯০ হাজার টাকা 

নবাবগঞ্জে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ  এপ্রিল ১০, ২০২৫, ০৪:৫৯ পিএম নবাবগঞ্জে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ২টি ইট ভাটা থেকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করছন। বৃহস্পতিবার উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকার সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়ির সহকারী সচিব) আব্দুল্যা আল মামুনের নেতৃত্বে অভিযান দল দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া ও পরিদর্শক প্রভাতি রানী উপস্থিত ছিলেন। 
অভিযানে হরিপুর খলিশাগাড়ী এম এম ব্রিকসর মোজাম্মেল হকের নিকট থেকে ১ লাখ টাকা ও হরিপুরের এস এন এম ব্রিকস এর শফিকুল ইসলামের নিকট থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
ইট প্রস্তুত ভাটা ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩(সংশাধিত ২০১৯) এর বিভিন ধারায় ওই জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস।

Side banner