Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জে পুকুর খননের সময় মিললো ২৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ এপ্রিল ৮, ২০২৫, ০৯:১৩ পিএম নবাবগঞ্জে পুকুর খননের সময় মিললো ২৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুর খননের সময় পাওয়া ২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর এলাকায় আনিছার রহমানের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির ওজন প্রায় ২৭ কেজি। এটি কষ্টিপাথরের তৈরি বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক।
জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিনাথপুর গ্রামের আনিছার রহমানের বাড়ির পাশে পুকুর খনন করেছিলেন কয়েকজন শ্রমিক। তারা মূর্তিটির অস্তিত্ব পান। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পরে ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন।
ইউএনও আশরাফুল হক জানান, উপজেলার আনিছার রহমান নামের এক ব্যক্তির পুকুর খননের সময় মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি জেলা ট্রেজারিতে হস্তান্তর করা হবে।

Side banner