Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

পাথরঘাটায় ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ এপ্রিল ৭, ২০২৫, ১০:০১ পিএম পাথরঘাটায় ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল

বরগুনার পাথরঘাটায় ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে মুসলিম তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মুসলিম তাওহীদি জনতা এই বিক্ষোভ মিছিল বের করে।
উপস্থিত তাওহীদি জনতা তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনের গাজাতে ইতিহাসের বর্বরোচিত হামলা করা হয়েছে। গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বাংলাদেশ থেকে ইজরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে,ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে। এ সময় তারা আরো বলেন দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।
তাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।
এ সময় উপস্থিত মুসলিম  তাওহীদি জনতা দাবি জানিয়ে বলেন, প্রথমত ফিলিস্তিনের প্রতি সমর্থন করে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইজরায়েলি পণ্য চিহ্নিতকরণ ও ইসরায়েলি পণ্য বিক্রয় না করতে প্রতিটি দোকানে দোকানে জানিয়ে দিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে যথাসাধ্য ব্যবস্থার আহবান জানান তারা।
উপস্থিত মুসলিম তাওহীদি জনতা আরো বলেন, আসুন আমাদের উপস্থিতি দ্বারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই এটি ও মানবাধিকারের পক্ষে শক্তিশালী অবস্থান নিতে পারে। তারা বলেন, এটাই আমাদের সময়, আসুন আমরা সবাই মিলে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলবো।
বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনে হামলা কেন? জাতি সংঘ জবাব চাই, গাজাতে হামলা কেন? জবাব চাই জবাব চাই, দুনিয়ার মুসলিম এক হও এক হও এসব স্লোগান দেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র এলাকা। এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের পোস্টর নিয়ে অংশ নেন ছোট থেকে বড় আর বড় থেকে বৃদ্ধ। বিভিন্ন মাদ্রাসার ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

Side banner