Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাংনীতে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম এপ্রিল ৭, ২০২৫, ০৯:৩৬ পিএম গাংনীতে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ সোমবার বাদ আছর গাংনী উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
জামায়াতের গাংনী উপজেলা শাখার আমীর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা বায়তুলমাল সম্পাদক সামসুল হুদা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী ওয়ায়েস কুরুনি জামিল, পৌর জামায়াতের বায়তুল মাল ও রাজনৈতিক সেক্রেটারী জিল্লুর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মু, আলম হুসাইন।
সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না।
বক্তারা ইজরাইলের সব ধরণের পণ্য বয়কট করারও আহবান জানান।

Side banner