Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ


দৈনিক পরিবার | আজমির রহমান রিশাদ এপ্রিল ৭, ২০২৫, ০৯:২৭ পিএম ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের আহ্বানে ‘দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি সফলের লক্ষ্যে নীলফামারীর ডোমারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা শহরের বাটার মোড় থেকে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিক, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, তরুণ ইসলামী আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, রেদোয়ানুল আমিন রিফাত প্রমুখ।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলায় নিন্দা সহ বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের আহ্বানে দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক মিছিল কর্মসূচি পালন করেছে সাধারণ মুসলিম জনতা। এছাড়াও বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

Side banner