Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ


দৈনিক পরিবার | বিপুল মিয়া এপ্রিল ৭, ২০২৫, ০৪:৫৬ পিএম ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

ফিলিস্তিনে উপর ইসরায়েল কর্তৃক নৃশংস হত্যাযজ্ঞ বর্বর জুলুম নির্যাতনের কঠোর প্রতিবাদ জানিয়ে তৌহিদী জনতার ব্যানারে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) যোহরের নামাজ শেষে উপজেলা কাঁচারী মাঠ জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্টে পথসভা ও বিশ্বব্যাপী হরতাল সমর্থন জানিয়ে হরতাল পালন করে পরবর্তীতে ইজরায়েলের পতাকা পুড়িয়ে কার্যক্রম সমাপ্তি ঘটে।
পথসভায় মাওলানা আমির হামজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়ী কাঁচারী মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর মালেক, মাওলানা আতিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা নাইম ইসলাম, মাওলানা মঈনুদ্দিন মিয়া প্রমুখ। 
বক্তব্যে শেষ ইজরায়েলের পতাকা পুড়ানো, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি শেষে  ফিলিস্তিনিদের স্মরণে দোয়া পরিচালনা করেন  মাওলানা জোবায়ের আলম। 

Side banner