Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে নওগাঁ জুড়ে বিক্ষোভ


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৫, ০৪:৪৪ পিএম ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে নওগাঁ জুড়ে বিক্ষোভ

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে নওগাঁর সর্বস্তরের মানুষ। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্তত ১০টি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এসময় সমাবেশগুলো থেকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ স্টপ জ্যানোসাইডসহ নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।
এদিকে বেলা ১২টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের সামনে ক্লাস পরীক্ষা বর্জন করে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও  সমাবেশ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও যোহরের নামাজ শেষে শহরের মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামী। পরে শহরের মুক্তির মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ, আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ মাধমে তাদের বিচারের আওতায় এনে শাস্তির আহ্বান জানিয়ে ইসরাইলকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে তাদের পণ্য বয়কটের ঘোষণা দেন সবাই।

Side banner