Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাবুগঞ্জে ঈদগাহ ময়দানে সংঘর্ষ, নামাজ না পড়েই ফিরলেন মুসল্লিরা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৩১, ২০২৫, ০৭:৫৩ পিএম বাবুগঞ্জে ঈদগাহ ময়দানে সংঘর্ষ, নামাজ না পড়েই ফিরলেন মুসল্লিরা

বরিশালের বাবুগঞ্জে ঈদের নামাজের সময় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া চৌকিদারবাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজান মাসসহ প্রায় এক বছরের ওপরে মসজিদের ইমামের বেতন না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ হয়। নামাজ শুরু হওয়ার আগে স্থানীয় ইউসুফ মিজান ও বেল্লালের সঙ্গে এ বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
সংঘর্ষের জেরে ঈদের নামাজ পরিচালনাকারী ইমাম ঈদগাহ ত্যাগ করলে মুসল্লিরা নামাজ আদায় না করেই বাড়ি ফিরে যান।
এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, যার ফলে তারা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।

Side banner