Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মঠবাড়িয়ায় ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল ৩ ভাইয়ের


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২৯, ২০২৫, ০১:৫৭ পিএম মঠবাড়িয়ায় ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল ৩ ভাইয়ের

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনারবাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন সহোদর হলেন মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২) , মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা মঠবাড়িয়ার পাথরঘাটায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। 
নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তিন ভাই খালার বাড়িতে ঈদের উপহার নিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থলে এলে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহন সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হন। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ হেলপারকে আটক করেছে। 
পাথরঘাটায় থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Side banner