Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফুলপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা 


দৈনিক পরিবার | ইকবাল হোসেন মার্চ ২৭, ২০২৫, ১১:০৫ পিএম ফুলপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা 

মুসলমানদের ধর্মীয় উৎসব  ঈদুল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ঈদের আনন্দে মেতে উঠছে মানুষজন। ঈদকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড ফুটপাত ও মার্কেটের  কাপড়ের দোকানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। যেমন ভীড় জমিয়েছে কাপড়ের দোকানে, ঠিক তেমনি কসমেটিকসের দোকানগুলোতেও ক্রেতাদের উপড়ে পড়া ভীড়। তারই পাশাপাশি জুতার দোকানেও ক্রেতাদের বেশ আনাগোনা কেনাকাটা। 
ফুলপুর বাসস্ট্যান্ড কাপড় ব্যবসায়ি মোঃ ফারুখ বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্রয় বিক্রয় বেশি হচ্ছে। 
সরেজমিনে দেখা যায় মহিলা ক্রেতাগণ বেশি। পুরুষ ক্রেতার সংখ্যা অনেকটাই কম। ক্রেতা শরিফ জানান, কাপড়ের দাম একটু বেশি। 
ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক আশ্রাফুল বলেন, সকাল ১০ থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিক্রি করতে পারি। এবছর ব্যবসায় বেশ লাভবান হব।

Side banner