Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে মলি টি ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা


দৈনিক পরিবার | নাজমুস সাকিব মুন মার্চ ১৯, ২০২৫, ০৭:৫৮ পিএম পঞ্চগড়ে মলি টি ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা পাতা সংগ্রহ এবং সংগৃহিত পাতায় ফরেন পার্টিকেলের উপস্থিতি পাওয়ায় পঞ্চগড়ের মলি টি ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার (১৯ মার্চ) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার সংলগ্ন এ কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় কারখানার মালিক মখলেছার রহমানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। 
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, সদর থানার পুলিশের একটি দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 
চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, পঞ্চগড়ের চায়ের গুণগত মান বজায় রাখতে জেলা প্রশাসন ও চা বোর্ড কঠোর অবস্থানে রয়েছে। চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মানসম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Side banner