Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নালিতাবাড়ীতে শিক্ষিকাকে হয়রানি প্রতিবাদে সাংবাদিক সংম্মেলন


দৈনিক পরিবার | অরুপ দেব মার্চ ১৬, ২০২৫, ০৯:৫৭ পিএম নালিতাবাড়ীতে শিক্ষিকাকে হয়রানি প্রতিবাদে সাংবাদিক সংম্মেলন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেক জালিয়াতি মামলা, জোরপূর্বক মারধর করে প্রাণনাশের চেষ্টা এবং অর্থ ছিনতাইয়ের অভিযোগে শিক্ষিকা নাজমুন নাহারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করে তার মানহানি করা হয়েছে। এ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন নাজমুন নাহার নিজেই।
জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিন বাজার এলাকার বাসিন্দা দাদন ব্যবসায়ী রুপালী ইয়াছমিনের কাছ থেকে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুন নাহার পারিবারিক প্রয়োজনে গহনা বন্ধক দিয়ে ধাপে ধাপে ২,১৫,০০০ (দুই লক্ষ পনেরো হাজার) টাকা দাদন হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে নাজমুন পুরো পাওনা টাকা পরিশোধ করলেও রুপালী তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। 
রুপালী দাবি করেন যে, নাজমুনের বিরুদ্ধে দেওয়া চেকটি ছিনতাই হয়েছে। কিন্তু নাজমুন নাহার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট সাজানো নাটক হিসেবে দাবি করেন। এছাড়া, নাজমুন নাহার বলেন যে, তিনি নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার ব্যবসায়ী তোফাজ্জল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করার সময় রুপালী ইয়াছমিনের সাথে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে দাদন সুদে অর্থ লেনদেন শুরু হয়। বন্ধককৃত গহনা বিক্রি করে নাজমুন পুরো টাকা পরিশোধ করলেও রুপালী তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ করেন।
এদিকে, শিক্ষিকা নাজমুন নাহার তার বিরুদ্ধে হওয়া এই মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তার স্বামী জুয়েল রানা উপস্থিত ছিলেন এবং তিনি প্রতারণার বিচার দাবি করেন।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং নাজমুনের দাবি, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

Side banner