Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১৪, ২০২৫, ১১:১৪ পিএম বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়। 
বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, বৃহস্পতিবার (১৩ মার্চ) নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে আজ অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
মৌলভীবাজারের পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন জানান, নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Side banner