লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল হক মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই উপজেলার গড্ডিমারী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গড্ডিমারী এলাকায় বৈদ্যুতিক খুঁটির কাজ করতে আসা জহুরুল হক মোল্লা নামের ওই যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার ৭ বছর বয়সী এক শিশুকে ভুট্টা ক্ষেতে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে এলাকাবাসী অভিযুক্ত ওই যুবককে আটক করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ওই যুবক বরিশাল জেলার বাসিন্দা। নির্যাতনের শিকার ওই শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :