Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১
৫ হাজার টাকা ক্ষতিপূরণের আশ্বাস

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ


দৈনিক পরিবার | হাবিবুল্লাহ মীর মার্চ ১৪, ২০২৫, ০৩:২৯ এএম রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম (৫৫) মিয়া ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি ধামাচাপা দিতে শিশুর বাবা মাকে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা রফাদফা করে বাড়ীর মালিকসহ কয়েকজন। পরে বিষয়টি জানতে পেরে রাত ১১ টার দিকে এলাকাবাসী ধর্ষক ইব্রাহীমসহ জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ করে। 
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে এসে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযুক্ত ইব্রাহীম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। সে রূপসী এলাকায়  তারাবো পৌরসভার রুবেলের বাড়ির ভাড়াটিয়া। সে রূপসী এলাকায় কাঁচামালের ব্যবসা করতো।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে রুপসী বাগবাড়ী এলাকায় ৭ বছরের এক শিশুকর চকলেট কিনে দেবার কথা বলে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহীম তার দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এসময় এক মহিলা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। বাড়ি গিয়ে শিশুটি তার বাবা মাকে জানায়। বিকেলে শিশুটির বাড়ীওয়ালা তানসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবেলের বড় ভাই রুবেল ও পলিন নামে ৩ ব্যক্তি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখায় এবং ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা দিবে বলে জানান।
এদিকে রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি এলাবাসী জানতে পেরে অভিযুক্ত ইব্রাহীমের বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় কৌশলে রুবেল ও তানসেন অভিযুক্ত ইব্রাহীম পালাতে সহযোগীতা করে। এতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ধর্ষক ইব্রাহীমসহ জড়িতদের বাড়ী ঘেরাও করে তাদের শাস্তির দাবীতে বিক্ষোভ করে।
জরুরি পরিষেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে সহকারী পুলিশ সুপার জানান।

Side banner