Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে পাথরঘাটায় বিক্ষোভ 


দৈনিক পরিবার | ‎মল্লিক এম.আই বুলবুল সোহেল  মার্চ ১২, ২০২৫, ০৮:২১ পিএম ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে পাথরঘাটায় বিক্ষোভ 

“‎মা-বোনদের কান্না আর না আর না, রশি লাগলে রশিনে ধর্ষকদের ফাঁশি দে” এই স্লোগানে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করেছে পাথরঘাটা কলেজ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই বিক্ষোভ মিছিলে দেশব্যাপী সকল ধর্ষণের দ্রুত বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়।
‎বুধবার (১২ মার্চ) বেলা এগারোটা দিকে পাথরঘাটা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।‎
‎কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।‎
‎বক্তব্য রাখেন, বরগুনা জেলা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বিশ্ববিদ্যালয় সম্পাদক ও পাথরঘাটা কলেজ শিক্ষার্থী মুহাম্মদ জামাল হোসাইন, পাথরঘাটা উপজেলা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এম মাহমুদুল হাসান জাকারিয়া। ‎
‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এম মাহমুদুল হাসান শওকত, সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মোবাশ্বের, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।

Side banner