Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

দেবীগঞ্জে ফার্মেসির শাটার খুলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


দৈনিক পরিবার | নাজমুস সাকিব মুন মার্চ ১২, ২০২৫, ০৬:৪৬ পিএম দেবীগঞ্জে ফার্মেসির শাটার খুলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিজ ফার্মেসির ভেতর থেকে শ্যামল সেন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট বাজারে ‘মেসার্স বর্ণ ফার্মেসি’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্যামল সেন ওই ইউনিয়নের বিনয়পুর সেনপাড়া গ্রামের খগেন সেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি থেকে ফার্মেসিতে আসার পর থেকে শ্যামল সেনের কোনো খোঁজ মিলছিল না। রাত ৮টার দিকে প্রতিবেশী দিনো সেন তার মোবাইলে কয়েকবার কল দেন, তবে সাড়া না পেয়ে খোঁজ নিতে বাড়িতে যান। সেখানে না পেয়ে রাত ১০টার দিকে দোকানে গিয়ে শাটার বন্ধ দেখতে পান। পরে ফোন দিলে দোকানের ভেতর থেকে রিংটোন বাজতে শোনা যায়। সন্দেহ হলে শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন, শ্যামল সেন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, শ্যামল সেন দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Side banner