Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

গাইবান্ধায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা


দৈনিক পরিবার | শাহিন নুরী মার্চ ১২, ২০২৫, ০৬:৪৩ পিএম গাইবান্ধায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা

উত্তরবঙ্গের পাঁচটি জেলায়  তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা  ও পুনরুদ্ধার শীর্ষক আলোচনা  সভার প্রথমে গাইবান্ধায় ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার আয়োজনে মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পানি সম্পদ বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
এছাড়া সভায় পাওয়ার চায়না ইন বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নেয়। মতবিনিময় সভার শুরুতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের বিভিন্ন তথ্য এবং ভিডিও ডকুমেন্টটারী তুলে ধরেন পাওয়ার চায়নার পক্ষে পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মকবুল হোসেন। 
পরে সভায় অংশ নেওয়া জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মইনুল হাসান সাদিক, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, শিক্ষাবিদ মাজহারুল মান্নান, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী কর বাহাদুর আব্দুল লতিফ হক্কানি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহিন নুরী,  তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন-সংগ্রাম পরিষদের নেতা বখতিয়ার হোসেন শিশির, নজরুল ইসলাম হক্কানি, মুন্সি সাজু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাশিদুজ্জামান আশিকসহ উপস্থিত অনেকে তাদের নানা মতামত তুলে ধরেন। 
তারা বলেন, তিস্তা নদীকে ঘিরে পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে তা শুধু গাইবান্ধা নয়, বরং সমগ্র উত্তরবঙ্গের কৃষি, পরিবেশ ও জীবিকা সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় সমাপনির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা গাইবান্ধাসহ সংশ্লিষ্ট জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর নাব্যতা ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Side banner