Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ধর্ষকদের ফাঁসির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ


দৈনিক পরিবার | মোঃ সিফাত রানা মার্চ ১০, ২০২৫, ১১:৫১ পিএম ধর্ষকদের ফাঁসির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

“বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই” শ্লোগাণে সারাদেশের সকল ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা।
এ সময় ধর্ষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ার শপথ নিয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খান, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রিনা, বিজয় নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রাহাত আলী, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহিনুল হক প্রমুখ।
প্রায় ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নিশ্চুপ। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরব, আইন উপদেষ্টা নিরব। কিন্তু আমরা শিক্ষার্থীরা সরব রয়েছি। আমাদের দাবী দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে ধর্ষকদেও ফাঁসি দিতে হবে। আর সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা। সমাবেশে আগত শিক্ষার্থীরা মাগুড়ায় নিজ পরিবারে ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের দাবী জানান বর্তমান উপদেষ্টা মন্ডলের নিকট। আর এতে ব্যর্থ হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। এ সময় শিক্ষার্থীদের ‘তুমি কে, আমি কে-আসিয়া আসিয়া, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি শ্লোগাণ দিতে দেখা যায়।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সামনে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হন সাধারন শিক্ষার্থীরা।

Side banner