“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগানে যশোরের ঝিকরগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহড়ায় বাসাবাড়িতে লাগাআগুন নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন কৌশল দেখানো হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন জোয়ারদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, ঝিকরগাছা ফায়ার সার্ভিস কর্মকর্তা নয়ন বাবু চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, আইসিটি অফিসার মইনুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলামসহ উপজেলার সকল সরকারিদপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ।
আপনার মতামত লিখুন :