নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় দুর্যোগ ব্যবস্থাপনার বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় উপজেলা চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা শহীদ মিনারের সামনে অগ্নিকান্ড ও ভুমিকম্পন থেকে রক্ষায় স্থানীয় নারী ও শিক্ষার্থীদের নিয়ে এক মহড়া পরিচালনা করেন ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনছুর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. তৌফিক আল জুবায়ের, মৎস অফিসার আইয়ুব আলী, সমবায় অফিসার মো. হারুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার সূরভী আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :