Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

খোকসায় ধর্ষণের শাস্তির দাবিতে বিক্ষোভ


দৈনিক পরিবার | মোঃ সবুজ আলী মার্চ ১০, ২০২৫, ০৯:৫৯ পিএম খোকসায় ধর্ষণের শাস্তির দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া খোকসায়, সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।
সকাল ১১টায় খোকসা উপজেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান।
সমাবেশের সময় বক্তব্য রাখেন, অধ্যাপক ওয়াজেদ বাঙ্গালী, প্রভাষক আহসান উল্লাহ কিরণ, প্রভাষক জাহিদ হাসান রাহাত, সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীণ, সাবেক ছাত্র নেতা সাইফুর রহমান আরিফুল ইসলাম, হাঃ আঃ আলিম, সামিউল ইসলাম,  সাকিব হোসেন, কামরুল ইসলাম, বিপ্লব হোসেন, আঃ কাইয়ুম, আকাশ, মোঃ আবু বক্কর, মোছাঃ মিম্মা আক্তার।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের কঠোরতম শাস্তি নিশ্চিত না হলে সমাজে এর পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব নয়। আমরা চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

Side banner