ফরিদপুরের নগরকান্দায় সবজান খাতুন নামে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ছাগল পালনের ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে তারই ছেলে মো. আবুল কালামের বিরুদ্ধে। বছরের পর বছর ছাগলের ঘরে থেকে অতিষ্ঠ হয়ে রবিবার (৯ মার্চ) বিকেলে তিনি ডাক-চিৎকার শুরু করলে বিষয়টি প্রতিবেশীরা জানতে পারেন।
বৃদ্ধা সবজান খাতুন নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী। প্রতিবেশীরা জানান, কয়েক বছর ধরে সবজান খাতুনকে ছাগল রাখার ঘরে আটকিয়ে রেখেছেন সন্তান আবুল কালাম ও তার স্ত্রী। শুধু তাই না, বিভিন্ন সময়ে সবজানকে নানান রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন তারা। এমনকি ঠিকমতো খাবারও দিতেন না। বৃদ্ধা বয়সে তিনি ওই ঘরেই অবহেলা-অযত্নে দিন কাটাচ্ছিলেন। ওখান থেকে কখনো তাকে বের হতে দিতেন না। ছাগলের ঘরে থাকতে থাকতে অসহ্য হয়ে পড়েন সবজান। একপর্যায়ে রবিবার বিকেলে ডাক-চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা গিয়ে তাকে সেখান থেকে বের করে আনেন। এমন অবস্থায় প্রশাসনকে বৃদ্ধা সবজানের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন স্থানীয়রা।
বৃদ্ধা মাকে ছাগলের ঘরে অবরুদ্ধ রাখার বিষয় জানতে চাইলে ছেলে আবুল কালাম বলেন, আমার মাকে আমি যা ইচ্ছা করব তাতে কার কি?
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এই রকম কোনো অন্যায়ের আইনে কোনো সুযোগ নেই। ঘটনাস্থলে আমি নিজে গিয়ে দেখব এবং অসহায় বৃদ্ধাকে সহযোগীতার জন্য যা যা করা দরকার আমি তাই করব। সেই সঙ্গে তার পরিবার থেকে যদি এমন কিছু করা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওযা হবে। এই ধরনের ঘটনা প্রজন্ম থেকে প্রজন্মে অবহেলা ও নির্যাতনের প্রবণতা আরো বেশি বাড়িয়ে দেয়।
আপনার মতামত লিখুন :