Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ


দৈনিক পরিবার | রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি মার্চ ১০, ২০২৫, ০২:৫৯ এএম নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

ঠাকুরগাঁও মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
রবিবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, ইসলামি ছাত্র শিবিরের জেলা তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির রহমান, ছাত্রদল নেতা আরজু, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, প্রভাষক মোস্তাফিজুর রহমান ও প্রভাষক আবু সুলতান, শরিফ উদ্দিন মাস্টার প্রমুখ। 
বক্তারা তাদের বক্তব্যে ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান ও ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

Side banner