Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত


দৈনিক পরিবার | ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি মার্চ ৮, ২০২৫, ১০:২১ পিএম ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচি, কারিতাস রাজশাহী অঞ্চল প্রকল্প, আলোহা সোসাল সার্ভিসিং বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। 
মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরভী আক্তার, ইএসডিও যুব লিডার জুথি মহন্ত, আলোহা নারী উন্নয়নের সভাপতি রেহেনা পারভীন, পুষ্পিতা মার্ডিসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

Side banner