Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রাউজানে অগ্নিকাণ্ডে পুড়েছে সাত বসতঘর, অগ্নিদগ্ধ ৩ জন 


দৈনিক পরিবার | রয়েল দত্ত মার্চ ৮, ২০২৫, ১০:০১ পিএম রাউজানে অগ্নিকাণ্ডে পুড়েছে সাত বসতঘর, অগ্নিদগ্ধ ৩ জন 

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৭টি কাঁচা বসতঘর। শনিবার (৮ মার্চ) দুপুর পৌনে ২টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, রমজানের ইফতারি তৈরির জন্য চুল্লিতে চনা দিয়ে রোশনী নামে এক নারী মোবাইল ফোনে কথা বলতেই গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে  গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন। অগ্নিদগ্ধরা হলেন মোস্তাফা (৩৫), মো. রানা (২৫), রুশনী (৩২)। আহতের মধ্যে মোস্তাফাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। 
অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, আসবাবপত্র, মোটরসাইকেল, গবাদি পশু, স্বর্ণালংকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, আনোয়ারা বেগম, লোকমান, তৈয়ব, নুরুজ্জামা, রুশনী, মোস্তাফা ও ইলিয়াস। 

Side banner