Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

গাইবান্ধা প্রেসক্লাবে টিসিবির পণ্য বিতরণ


দৈনিক পরিবার | শাহিন নুরী মার্চ ৮, ২০২৫, ০৯:৪৬ পিএম গাইবান্ধা প্রেসক্লাবে টিসিবির পণ্য বিতরণ

গাইবান্ধা প্রেসক্লাবে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে শনিবার টিসিবির পণ্য বিতরণ করা হয়। সাংবাদিক সহকর্মীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন। 
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রিয়ন ইসলাম রকি, সাংবাদিক শাহিন নুরী সহ প্রমুখ  সাংবাদিকবৃন্দ। 
এসময় সভাপতি সাধারণ সম্পাদক গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক এ.কে এম হেদায়েতুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টিসিবির প্যাকেজ  মূল্য  ৪৫০ টাকা। পণ্যর মধ্যে রয়েছে চিনি এক কেজি, মসুর ডাল দুই কেজি, ছোলা এক কেজি ও ভোজ্য তেল দুই লিটার। 
প্রথম পর্যায়ে ৭৫ জন সাংবাদিক সদস্যের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়। ৪৫০ টাকায় অন্তর্বর্তীকালীন সরকারের পবিত্র মাহে রমজান উপলক্ষে এমন উদ্যোগ গ্রহণ করায় গাইবান্ধার সাংবাদিক মহল আন্তরিকতার সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সেইসঙ্গে জেলা প্রশাসন ও পৌর প্রশাসকের তত্ত্বাবধানে প্রতিদিন গাইবান্ধা জেলা শহরে ২০০০ নানা পেশাজীবীর মানুষ ৪৫০ টাকায় প্যাকেজটি কিনতে পারায় সকল পেশাজীবী মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

Side banner