‘অধিকার সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।
এতে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আননু মিয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন।
শায়লা নাজনীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :