Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

হরিপুরে জমকালো আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত


দৈনিক পরিবার | ‎গোলাম রব্বানী বিএসসি মার্চ ৮, ২০২৫, ০৮:১৪ পিএম হরিপুরে জমকালো আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালীটি শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আনন্দমুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হরিপুর-ঠাকুরগাঁও। 
মো. আরিফুজ্জামান বলেন, “নারী শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়,নারী সচেতন হলে সমাজ সচেতন হয়। নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তাই তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্যাতন, বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কু-প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 
“নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকার নিশ্চিত করতে পারলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।”
‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোছা. জাকিয়া পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, হরিপুর ঠাকুরগাঁও। 
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো.রুহ্নল আমিন (ক্লার্ক), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, হরিপুর-ঠাকুরগাঁও।
‎জনসংগঠন সিডিএ পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছা. মেরিনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন থেকে মোছা. সুমি আক্তার, ইএসডিইও থেকে হেমতা রাণী। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ অসংখ্য নারী।

Side banner