Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন


দৈনিক পরিবার | হাবিবুল্লাহ মীর মার্চ ৬, ২০২৫, ০৮:৩৪ পিএম রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় টিনশেডের ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের ১৫ টি দোকান ও দুইটি বসত ঘর দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাতে উপজেলার ভুলতা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আলম জানান, ভোররাত সোয়া ৩ টারদিকে ভুলতা এলাকায় নুর ম্যানসন মার্কেটের পিছনে পারভেজের মালিকানাধীন টিনশেড ফার্নিচার মার্কেট সংলগ্ন বাচ্চু মিয়ার ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন ফার্নিচার মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মার্কেটের ১৫ টি দোকান ও ২ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে স্টেশন অফিসার জানান। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তিতে জানানো হবে।
এদিকে ব্যবসায়ীদের দাবী আগুনে পুড়ে তাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

Side banner