Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, বাসে অগ্নিসংযোগ


দৈনিক পরিবার | সালাউদ্দীন আহাম্মেদ মিঠু মার্চ ২, ২০২৫, ০৮:১৮ পিএম জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, বাসে অগ্নিসংযোগ

জামালপুর সদরের শরিফপুরে বাসের চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরো তিনজন। পরে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
রবিবার (২ মার্চ) সকাল ৮টার দিকে শরিফপুর ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি রাজিব বাস জয়রামপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত হন ইজিবাইকের চার যাত্রী। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। এছাড়াও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয় ও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আবু ফয়সল মো: আতিক আরো জানান, দূর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসটির চালক ও তার সহযোগী। যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিতে অগ্নিসংযোগ করে এলাকার বিক্ষুব্ধ জনতা।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাস শ্রমিকরা শহরের পৌর ও টাঙ্গাইল বাসস্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে।
এসময় জেলা বাস শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, বাসটি পুড়িয়েছে দুস্কৃতিকারী আওয়ামী লীগের প্রেতাত্মারা। আমরা পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিলাম। কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্য এই দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা ধর্মঘটের ঘোষণা দিবো।

Side banner