Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

শ্রীমঙ্গলে মায়ের ওপর অভিমান করে তরুণীর আত্মহত্যা


দৈনিক পরিবার | তিমির বনিক ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৪:২০ পিএম শ্রীমঙ্গলে মায়ের ওপর অভিমান করে তরুণীর আত্মহত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের দিলীপ দাসের মেয়ে অপি দাস নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর বেলা পৌনে ৩টার দিকে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার জানান, হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসলে দেখে অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশে খবর দেন এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো কথা জানায়।
নিহত অপি দাসের ভাই রাহুল দাস জানান, তার মায়ের সাথে গতকাল শিববাড়ি যাওয়া নিয়ে অভিমান করে অপি ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। শ্রীমঙ্গল থানা পুলিশের দল হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতের মরদেহ উদ্ধার করেছে।

Side banner