Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বনভোজনে যাওয়া হলো না সরিষাবাড়ীর স্কুল শিক্ষার্থী রাশেদুলের


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১২:৪১ পিএম বনভোজনে যাওয়া হলো না সরিষাবাড়ীর স্কুল শিক্ষার্থী রাশেদুলের

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার সকাল আটটায় বনভোজনে যাওয়ার পথে গাছের সঙ্গে মাথায় আঘাত লেগে স্কুল শিক্ষার্থী রাশেদুল (১৬) নিহত হয়। রাশেদুল সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাশেদুল উপজেলার চরদ্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
নিহত শিক্ষার্থীর পারিবারিক ও বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে অবস্থিত সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আজ শনিবার সকাল আটটায় বিদ্যালয় মাঠ থেকে গাজীপুরের সাফারি পার্কে দুটি বাস বনভোজনের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে উপজেলার সোনাকান্দা এলাকায় বাস থেকে শিক্ষার্থী রাশেদুল বাহিরে মাথা বের করে দেয়। এ সময় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে সহপাঠীরা গুরুতর আহত রাশেদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদুলের বাবা সিদ্দিকুর রহমান কাদছে আর বলছেন তোমরা আমার রাশেদকে আইনা দাও। একি হল আমার।
ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বনভোজনের যয়ার পথে রাশেদুল বাসের ভিতর থেকে মাথা বাহিরে বের করে দেয়। এ সময় গাছের সঙ্গে পার্শ্বদলের মাথা সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে রাশেদুলকে চিকিৎসকৃত ঘোষণা করেন। রাশাদুল এর মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা আর বনভোজনে যাইনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাথায় আঘাত লেগে ছেলেটি মারা গেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, শুনেছি এক ছেলে পিকনিকে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে।

Side banner