মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১মিনিটে 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্বা জানানো হয়।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠির চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
শ্রদ্বা নিবেদনের সময়ে প্রশাসনের পাশাপাশি উপজেলা পরিষদ, লোহাগাড়া থানা, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ, পদুয়া বন বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার পক্ষ হতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার শফিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান, থানার পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম খান, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মামুন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
আপনার মতামত লিখুন :