আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য গুরুত্ব তুলে ধরে দীর্ঘ সময় আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
পরে প্রাথমিক ও মাধ্যমিক শিশু শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, আলোচনা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :