সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁদপুর জেলা কমিটি থেকে একযোগে ১৭০ জন সদস্য পদত্যাগ করেছেন। একই সঙ্গে তারা নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় চাঁদপুর প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয়। এতে কেন এবং কি কারণে কমিটি প্রত্যাখ্যান আর পদত্যাগ করা হলো।
সেই বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মুজাহিদ, সাকিব এবং শাহাদাত।
তারা বলেন, কোনো ধরনের যোগাযোগ ছাড়াই কেন্দ্র ২১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। যেখানে জুলাই বিপ্লবে চাঁদপুরে যারা আন্দোলন সংগ্রামে ছিল। তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। শুধু তাই নয়, এমন অনেকের নাম তালিকায় এসেছে। যাদেরকে অনেকেই চেনে না এবং তাদের সম্পর্কে জানে না। তাদের নাম কি করে আসল? এমন প্রশ্ন রাখেন বক্তারা।
তারা আরো বলেন, কুমিল্লার দায়িত্বে থাকা হামজা ভাই, তাদেরকে কথা দিয়েছিলেন সবার মতামত নিয়ে কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করবেন। কিন্তু তাও করা হয়নি। এই নিয়ে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তাও সঠিক জবাব দিতে পারেনি কেউ। তাই গঠন করা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যথায় এর দায়দায়িত্ব কেন্দ্রকেই বহন করতে হবে। কারণ, পরিবর্তনের জন্য কাজ করেছে চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্ররা।
তারা সকল ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে নিজের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে। কেবলমাত্র পদ-পদবির জন্য নয়।
রাতের জরুরি এই সংবাদ সম্মেলনে আরো বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। একপর্যায়ে স্লোগান দিয়ে তারা সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :