ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
স্বল্প খরচে ও অল্প সময়ে সঠিক বিচার প্রাপ্তির লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির যৌথ অর্থায়নে পরিচালিত এই সভাটি বাস্তবায়ন করে ইয়াং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ)।
সভায় গ্রাম আদালতের সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক ভূঁইয়া ও ফেরদৌস আহমেদ উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়িয়াকান্দি ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই মতবিনিময় সভার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :