মেহেরপুরের মুজিবনগরে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় মুজিবনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালন করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকনগর গ্রামের শামসুদ্দিন মল্লিকের ছেলে কুতুব উদ্দিন (৫৭), মুস্তাকিমের ছেলে নজরুল ইসলাম (৪০), হায়দার আলীর ছেলে মাহাবুব ইসলাম (২৫), তারানগর গ্রামের সৈয়দ আলী ঘরামীর ছেলে শওকত ঘরামী (৬৫), ইব্রাহিম ঘরামী (৬০), শাহ জামাল ঘরামি (৫৮) ও দুলু ঘরামী (৭০)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতাকৃতদের মেহেরপুর আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। মুজিবনগর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :