Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১
পুলিশ বলছে খোঁজে পাচ্ছি না

এক মাসের ব্যবধানে দুজনকে কোপাল সন্ত্রাসী তানভির


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৪৫ এএম এক মাসের ব্যবধানে দুজনকে কোপাল সন্ত্রাসী তানভির

গত মাসের ২০ তারিখ চাঁদা না দেওয়ায় রাতে ডিবির পরিচয়ে উঠিয়ে নিয়ে এক যুবককে কুপিয়ে জখম করে মৃত ভেবে সড়কের পাশে ফেলে রেখে যায় সন্ত্রাসী তানভির। এ ঘটনার প্রায় এক মাস পর ফের গত রবিবার রাতে আরেক ব্যক্তিকে পথরোধ করে মোটরসাইকেল আটকিয়ে চাঁদা চেয়ে না পেয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠালে সেখানে মুমূর্ষু অবস্থায় রয়েছে। এমন ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কে।
স্থানীয় সূত্র ও আহতের পরিবার জানায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধরুয়া গ্রামের মৃত হাতেম আলী তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার (৪৫) গত রবিবার রাত ৯টার দিকে স্থানীয় একটি বাজার থেকে নিজ মোটরবাইক যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে চাঁদা দাবি করে আসা ধুরুয়া গ্রামের উসমান খাঁর ছেলে তানভির (৩৪) পথ আটকিয়ে ফের এক লাখ টাকা দাবি করে। দিতে অস্বীকার করায় রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে আর্তচিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। চিকিৎসক বলছেন আগামী ২৪ ঘণ্টা পর বুঝা যাবে পরবর্তী চিকিৎসা কোথায় নিতে হবে। আহতের ভাই নোমান জানান, তার ভাই ফয়সাল তালুকদার সন্ত্রাসী তানভিরের বিভিন্ন অপকর্মে প্রতিবাদ করত। এই জন্য বেশ কয়েক মাস ধরে মোবাইল ফোনে ভয়ভীতিসহ টাকা দাবি করে আসছিল। না দেওয়ায় ভাইকে হত্যার চেষ্টা চালায়।
এর আগে গত ২০ জানুয়ারি নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মো. মোন্তাজ আলীর ছেলে মো. আরমান মিয়াকে (২১) ডিবি পরিচয়ে নিজ বাড়ি থেকে মাইক্রোবাস করে উঠিয়ে নিয়ে যায়। পরে হাত-পা বেঁধে কিছুদূর গিয়ে চলন্ত অবস্থাতেই কোনো কিছু না বলেই হাতুড়ি দিয়ে পেটানো শুরু করেন। এভাবে থেমে থেমে পেটায়। একপর্যায়ে ত্রিশাল বালিপাড়া সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে হাতকড়া খোলে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা অন্য এক ব্যক্তির কাছে তুলে দেয়। এরপর ঘটনাটি প্রকাশ হয়। এ ঘটনায় তখন মামলা হলেও পুলিশ তানভিরকে ধরতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, আগের ঘটনার পর থেকে অভিযুক্ত তানভিরকে খোঁজা হচ্ছে। পাওয়া যাচ্ছে না। এখন দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

Side banner