Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

লোহাগাড়া নির্বাচন কর্মকর্তার বিদায় সংবর্ধনা


দৈনিক পরিবার | মো. মিজান ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:২৯ পিএম লোহাগাড়া নির্বাচন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

নির্বাচন কর্মকর্তা হিসেবে বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়ে বদলি হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর। এ উপলক্ষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন অফিসে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সাধারণের মানুষকে হয়রানিমুক্তভাবে সেবা পেতে, সার্বক্ষণিক তদারকির মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করায় বিদায়কালে এ সংবর্ধণার আয়োজন করা হয়। এসময় উপজেলার ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়কালে আবেগাপ্লুত হয়ে নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর বলেন, লোহাগাড়ার সর্বস্তরের মানুষের সেবা নিশ্চিত করতে যতদূর পেরেছি চেষ্টা করেছি। অফিসের বাইরে যাতে মানুষ কোনরূপ হয়রানির শিকার না হয়, নিজে গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। দীর্ঘ সময় ধরে লোহাগাড়াবাসির সাথে খুব কাছ থেকে মিশেছি। আজ এ বিদায় খুবই কষ্টদায়ক। লোহাগাড়ার মানুষ খুবই আন্তরিক। আপনাদের ভালবাসা কখনও ভুলা যাবেনা। আমার চাকরির বয়স প্রায় শেষের দিকে। সবার কাছে তিনি দোয়া চেয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন। 
এসময় উপস্থিত ছিলেন নবাগত নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি ৯ ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে যোগদান করেন।

Side banner