Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যান্ত্রিক ত্রুটি: বন্ধ মধ্যপাড়া পাথরখনির উৎপাদন কার্যক্রম


দৈনিক পরিবার | প্লাবন শুভ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:০৫ পিএম যান্ত্রিক ত্রুটি: বন্ধ মধ্যপাড়া পাথরখনির উৎপাদন কার্যক্রম

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনিতে যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭ টা থেকে বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রম। তবে এটিকে সাময়িক বন্ধ বলে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পূর্বের মতোই খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ করছেন প্রকৌশলীরা।
খনি সূত্রে জানা যায়, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকেই খনির উৎপাদন কাজের সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে ক্রুটি দেখা দেয়। ওই ক্রুটির ফলেই মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই খনির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেছেন, খনিতে পাথর উৎপাদন শুরু করতে কাজ শুরু করেছেন প্রকৌশলীরা। দ্রুত সময়ের মধ্যে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে।

Side banner