Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

লোহাগাড়ায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. মিজান ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:৩৮ পিএম লোহাগাড়ায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিনব্যাপী লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যা ৩দিন ব্যাপী পরিচালিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাছানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
লোহাগাড়া সূখছড়ি স্কুলের শিক্ষক মো মোবারক স্যারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী জিন্না, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, ক্রিড়া সংস্থার সদস্য নাছির উদ্দীন, এস এম চিশতীসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের এবং ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে।

Side banner